
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশাল – ২ আসনের উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির আগামী ২০,২১ জুলাই কাউন্সিলকে ঘিরে নেতা কর্মিদের মাঝে উৎসাহ,উদ্দিপনা ও আনন্দ বিরাজ করছে। উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বাইতুল ভিউ কমপ্লেক্সে এন্ড পার্টি সেন্টারে ২ দিন ব্যাপী ব্যাপক আয়োজনে আগামী ২০ ও ২১ জুলাই কাউন্সিল অনুষ্ঠিত হবে। ২০ জুলাই বানারীপাড়া উপজেলা ও পৌর এবং ২১ জুলাই উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলের আয়োজক কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা কমিটির যুগ্ম – আহবায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক গন মানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, তিনি বলে কাউন্সিলকে কেন্দ্র করে ব্যাপক আয়োজনের প্রস্ততি চলছে। বিএনপির কাউন্সিল ঘোষনা করার পর থেকে নেতাকর্মিদের মাঝে উৎসাহ, উদ্দিপনা ও আনন্দ বিরাজ করছে।