পুরান ঢাকার লালবাগ এলাকার একটি বাড়িতে গতকাল শুক্রবার সকালে ঘটে এই ঘটনা। আর ডাকাতির ঘটনায় জড়িত ওই বাসায় সাবলেটে থাকা এক তরুণী।

পুরান ঢাকার লালবাগ এলাকার একটি বাড়িতে গতকাল শুক্রবার সকালে ঘটে এই ঘটনা। আর ডাকাতির ঘটনায় জড়িত ওই বাসায় সাবলেটে থাকা এক তরুণী।
ডাকাতি হওয়া বাসার গৃহকর্ত্রী ফারজানা আখতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত। ঘটনার পর পুলিশের একাধিক টিম শিশুকে উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে।
সূত্র জানায়, ফারজানা ও তাঁর স্বামী ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের কর্মী আবু জাফরের লালবাগের ১২/আই নম্বর বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। তাঁদের একটি কক্ষ খালি পড়ে থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া এক তরুণীকে সাবলেট দেওয়া হয়।
গতকাল শুক্রবার সকালে ফারজানাকে সাবলেটে থাকা তরুণী জানান, তাঁর ভাই আসবেন। সকাল ৯টার দিকে দরজায় কড়া নাড়লে ফারজানাই দরজা খুলে দেন। আর ওই সুযোগে দুজন বাসায় ঢুকে যান।
গতকাল দুপুরে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা ফারজানার বাসায় গিয়ে তাঁকে সান্ত্বনা জানান।
লালবাগ থানার ওসি কিয়াসলু মারমা গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমরা ডাকাতদের ধরতে ও শিশুকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এখনো মামলা হয়নি। অভিযোগ দিতে গৃহকর্তা থানায় এসেছেন।’