৮ আগস্ট থেকে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) পর্যন্ত দেশে সহিংসতার ঘটনায় কয়েক শ মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

৮ আগস্ট থেকে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) পর্যন্ত দেশে সহিংসতার ঘটনায় কয়েক শ মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।
এর মধ্যে রাজনৈতিক সহিংসতা ও সামাজিক বিরোধে আগস্টে ৫৪১ জন, সেপ্টেম্বরে ৮৪ জন, অক্টোবরে ৯১ জন ও নভেম্বরের গত ১৫ দিনে আরো অন্তত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, আর্থ-সামাজিক ও মনোগত পরিবর্তনের পাশাপাশি নৈতিক অবক্ষয়ের কারণে এসব অপরাধ বাড়ছে।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছিনতাই, ডাকাতি, হত্যা, সহিংসতার এসব ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। দেশে প্রায় প্রতিদিন সামাজিক নানা কারণে হত্যার ঘটনা ঘটছে। কিছু ক্ষেত্রে এসব সহিংসতার ঘটনায় বলি হচ্ছে নারী ও শিশুরা।
সর্বশেষ গতকাল সকাল ১০টার দিকে রাজধানীর আজিমপুরে এক বাসায় প্রবেশ করে ডাকাতরা মালপত্রসহ ওই বাসা থেকে একটি শিশুকেও নিয়ে যায়।
পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, ছিনতাই, ডাকাতি, হত্যা নিয়ন্ত্রণে সারা দেশে পুলিশ তৎপর থাকলেও এসব ঘটনা থেকে পুলিশও রেহাই পাচ্ছে না।
সম্প্রতি রাজধানীর সবচেয়ে আলোচিত বিষয় মোহাম্মদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। সেখানকার বিহারী ক্যাম্প ও আশপাশের এলাকায় অন্তত ১২ জনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে