মো: এমদাদুল কাসেম সেন্টু ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনি অনুষ্ঠানে দীর্ঘক্ষন বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। জাতীয় পুষ্টি সপ্তাহ (৯-১৫) মে ২০২৪ ইং পালন উপলক্ষে রান্না প্রতিযোগিতায় এবং ছাত্র-ছাত্রীদের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জাতীয় পুষ্টি সমন্বয় কমিটির শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১৫ মে বুূধবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, মেডিকেল অফিসার সৈয়দ রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত হালদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান,ইউপি চেয়ারম্যান অমল মল্লিকসহ বিভিন্ন দপ্তর ও ওয়ার্ড ভিশন এর কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।