মো: এমদাদুল কাসেম সেন্টু, ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়নপুর ব্লকে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সুর্যমুখী ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ রবিবার বিকাল ৪ টায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রকল্পের প্রকল্প পরিচালক মুহম্মদ আরশেদ আলী চৌধুরী। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের উপপরিচালক মোঃ মুরাদুল হাসানের সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন তুহিন এর সঞ্চালনায় বক্তৃতা করেন উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার। উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় বক্তারা,দেশে তেলের ঘাটতি পূরনে সরিষা ও সূর্যমুখীর আবাদ বৃদ্ধিসহ অনাবাদি পতিত জমিতে তেল ফসলের আওতায় আনার তাগিদ দেন এবং বিদেশী ভেজাল তেল খাওয়া থেকে বিরত থেকে স্বাস্থ্য সম্মত সূর্যমুখী ও সরিষার তেল খাওয়ার পরামর্শ দেন তারা। এছাড়াও বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন উপস্থিত অতিথি বৃন্দ।