লিটন বাইজিদ: পবিত্র ঈদকে সামনে রেখে বরিশাল নগরীতে বেড়েছে অবৈধ যানবাহন অটো, রিকশা, সিএনজি। এসব যানবাহনের প্রভাবে তিব্র যানজটের দেখা মেলে নগরীর বিভিন্ন জায়গায়। সদররোড, কাকলিরমোড়, লঞ্চঘাট, বাংলাবাজার,রুপাতলি, নতুল্লাবাদ, নতুবাজার, বাজাররোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানজট লেগেই থাকে, এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
ট্রাফিক পুলিশের তৎপরতাও থামছে না অবৈধ গাড়ির উৎপাত। অতিরিক্ত ইনকামের আশায় গ্রাম থেকে শহরে ঢুকছে বিভিন্ন অবৈধ যানবাহ। এসব যানবাহনের পাশাপাশি নগরীতে বেড়েছে ব্যক্তিগত গাড়ি।
বরিশাল শহরের বেশিরভাগ রাস্তাই সরু যার ফলে প্রাইভেটকার সহ বড় যানবাহন চলাচল করলে যানজট সৃষ্টি হয় প্রতিনিয়ত। ঈদ উপলক্ষে অতিরিক্ত চেকপোস্ট ও ট্রাফিক পুলিশ কাজ করলেও যানজটের তীব্রতা কমছেই না। ঈদকে কেন্দ্র করে শহরমুখি মানুষের সমাগমও যানজটের অন্যতম কারণ।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন এর ডিসি ট্রাফিক এস এম তানভির আরাফাত বলেন, কালিজিরা গরিয়ারপাড়, রুপাতলিতে চেকপোস্ট বসিয়ে অবৈধ গাড়ি অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি। এছাড়াও ঈদ উপলক্ষে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করেছি এবং অবৈধ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।