এস এম শাহ আলম বিশেষ প্রতিনিধ, বরিশাল জেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের চড় সোনাপুর গ্রামে রতন খার ছেলে রোমান আনুমানিকআজ রাত্র আটটা পাঁচ মিনিটে বরিশাল ডিবি পুলিশের চৌকস এস আইওবাদুর তাহার সঙ্গীও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২ কেজি গাঁজা সহ রোমানকে গ্রেফতার করেন, এলাকার সূত্রে জানাজায় রোমান দীর্ঘদিন পর্যন্ত এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত, কাজিরহাট থানায় মাদক ধর্ষণ সহ রুমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, রোমান গ্রেফতার হওয়ার পর এলাকার অনেক মাদক ব্যবসায়ী দুর্যোগ শুরু হয়েছে, এ ব্যাপারে কথা হয় কাজিরহাট থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিনের সাথে তিনি জানান রতন খার ছেলে রোমান দীর্ঘদিন নারি কেলেঙ্কারি সহ বিভিন্ন অপকর্মে জড়িত, কাজিরহাট হিজলা মুলাদী তিন থানায় আলোচিত মাদক ব্যবসায়ী রোমান অনেক পরিচিতি, এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়