মো: এমদাদুল কাসেম সেন্টু উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদীতে টোল প্লাজার সামনে থেকে র্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে আলিফ পরিবহনে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে ৫ কেজি ২৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে। সুত্রে জানা যায় ২ মার্চ শনিবার সকালে বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আলিফ পরিবহণ একটি বাস মাদকদ্রব্য বহন করে ঢাকা থেকে বরিশালের দিকে যাওয়ার সময় পথিমধ্যে উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে থেকে মাদক কারবারি মো: রিপন (৩৭) আলিফ পরিবহনের মালিক এবং সুপার ভাইজার ও মো: লিমন আলিফ পরিবহনের ড্রাইভার (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, মামলা দায়ের হয়েছে আসামিদের বরিশাল আদালতে প্রেরণ করা হবে।