মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন ও পরিষদ এর উদ্যোগে ব্যাপক আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বেলা ১১ টায় একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদের সামনে প্রধান প্রধান বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুপুর ১২ টার দিকে উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু। বক্তৃতা করেন উজিরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন,ইউপি চেয়ারম্যান আঃ খালেক রাড়ী। উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ শাকিল মাহমুদ বাচ্চু,উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।