মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় যথাযথ মর্যাদায় ব্যপক আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২১শে ফেব্রুয়ারি বুধবার রাত ১২টা ১ মিনিটে উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বরিশাল-২ আসনের সংসদ সদস্য’র পক্ষে নেতাকর্মীরা,উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী,উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা,উজিরপুর মডেল থানা পুলিশ, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাব,উজিরপুর সাংবাদিক ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তর। এছাড়াও উপজেলা বিএনপি আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এস সরফুদ্দি আহমেদ সান্টুর আয়োজনে এবং নির্দেশনায় উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। সূর্যোদয়ের সাথে সাথে সঠিক নিয়মে,সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকল ভাষা শহিদের রুহের মাগফেরাত কামনায় উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ উপাসনালায় গুলোতে মোনাজাত ও প্রার্থনা করা হয় । উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইশমাম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ। উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক মোঃ শাহেআলম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা কৃষি অফিসার কপিল বিশ্বাস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।