1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের সাতলায় ধান খেতে বাঁধ দিয়ে মাছের ঘের করছে প্রভাবশালীরা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাজিরহাটে যুবসমাজের উদ্যোগে ১ দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত কাজিরহাটে দুই বৎসরের সাজাপ্রাপ্ত আসামী তুহিন পুলিশের হাতে গ্রেফতার। অফসোনিন কর্তৃপক্ষ ও শ্রমিকদের সভা সমঝোতা ছাড়াই শেষ, আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা বরিশালে মানব পাচার চক্রের দুই সদস্যর ১০ বছরের কারাদণ্ড উজিরপুরে পৌর বিএনপির উদ্যোগে আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা গুলশানে খুন বরিশাল বাউফলের ছাত্রদল নেতা সৌরভ মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে রাজিব আহসানের মতবিনিময় উজিরপুরের গড়িয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন ধানের শীষের প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই : -মাওলানা আবদুল জব্বার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের সাতলায় ধান খেতে বাঁধ দিয়ে মাছের ঘের করছে প্রভাবশালীরা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে

এমসাদুল কাশেম সেন্টু, উজিরপুর: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামে জোরপূর্বক ধান খেতে বাঁধ দিয়ে মাছের ঘের করছে প্রভাবশালীরা,প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কৃষক ও এলাকাবাসী । ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টার দিকে পশ্চিম সাতলায় ঘটনাস্থলে ভুক্তভোগী মোঃ মশিউর রহমান হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মোঃ করম হাওলাদার, খলিল হাওলাদার, জুয়েল হাওলাদার, কলম হাওলাদারসহ শত শত কৃষক। এসময় কৃষকরা অভিযোগ করে বলেন, আমাদের পৈত্রিক ও দলিলকৃত দীর্ঘদিনের ভোগদখলীয় ধান চাষের জমিতে মাটি কেটে বাঁধ দিয়ে এবং সরকারি খালে বাঁধ দিয়ে জোরপূর্বক মাছের ঘের করছে প্রভাবশালী রুবেল বালী,হালিম বালী,এছাহাক বালী, নুরুল আমীন মিয়া,ইদ্রিস হাওলাদার,সাইদুল বালী,বেল্লাল বালী, খাইরুল খানসহ একদল ভুমিখেকো ভাড়াটিয়া সন্ত্রাসীরা। বিক্ষুব্ধরা ধান খেত ও খালে বাঁধ বন্ধের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে অভিযোগকারী মশিউর রহমান হাওলাদার জানান, রাস্তা নির্মানের নামে খালে ও ধান খেতে বাঁধ দিয়ে মাছের ঘের করায় অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানা,উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান এর বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে রুবেল বালী, ইদ্রিস বালী, হালিম বালী, এছাহাক বালী,বেল্লাল বালী,সাইদুল বালী গংরা জানান,আমাদের পৈত্রিক শত বছরের ভোগদখলীয় জমিতে আমরা নিজস্ব অর্থায়নে মানুষের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করছি। এতে কতিপয় অসাধু চক্র তাদের ফায়েদা হাসিল করার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খায়রুল বাশার লিটন জানান, নিজেদের জমিতে নিজেরাই চলাচলের রাস্তা নির্মাণ করছে তা একান্তই তাদের ইচ্ছে। এর বেশি কিছু আমার জানা নেই। উজিরপুর মডেল থানার এসআই আশিক ও এএসআই সুমন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ