নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ভোটকেন্দ্রে অগ্নি সংযোগ করণের প্রধান পরিকল্পনাকারী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল র্যাব ৮, সিপিএসসি, বরিশাল ক্যাম্প এর অভিযানে গ্রেফতার হয়।
র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৬ জানুয়ারী ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৭ঃ৩০ ঘটিকার সময় ঝালকাঠি জেলার নলছিটি থানার থানাধীন নলছিটি ডিগ্রি কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ভোটকেন্দ্রে অগ্নি সংযোগ করণের প্রধান পরিকল্পনাকারী আসামী আনিসুর রহমান হেলাল (৬৩), (সভাপতি, নলছিটি উপজেলা বিএনপি) পিতা- মৃত আব্দুল হামেদ খান, সাং-নলছিটি (পূর্ব পার্ট) কলেজ রোড, থানা- নলছিটি, জেলা-ঝালকাঠি’কে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী আনিসুর রহমান হেলাল (৬৩) আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে নাশকতামূলক কর্মকান্ডের অংশ হিসাবে ভোটকেন্দ্রে অগ্নি সংযোগের পরিকল্পনা করে এবং সে মোতাবেক তার সহযোগীদের নিরাপত্তা বজায় রেখে অতি সতর্কতার সাথে পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনা মোতাবেক তার সহযোগীরা আজ রাতেই নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নস্থ প্রতাপ স্কুলের পাশে রক্ষিত খড় দিয়ে বর্ণিত স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রে আগুন লাগানোর পরিকল্পনা গ্রহণ করেন। এমতাবস্থায় র্যাব-৮, বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত নাশকতার বিষয়টি জানতে পেরে ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও, গ্রেফতারকৃত আসামী আনিসুর রহমান হেলাল (৬৩) এর নেতৃত্বে ঝালকাঠি জেলার নলছিটি থানার বিভিন্ন স্থানে ইতিপূর্বে একাধিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য যে, জিজ্ঞাসাবাদে উক্ত আসামী তার বিরুদ্ধে নাশকতার আরও একাধিক মামলা রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে, উল্লেখিত আসামী’কে ঝালকাঠি জেলার নলছিটি থানা পুলিশের নিকট পরবর্তী কার্যক্রমের জন্য হস্তান্তর করা হবে।