প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৪, ৫:০০ পি.এম
ওমরাহ করতে গেলেন শাকিব খান

২০২৩ শেষ করে ২০২৪ পা রেখেছেন সকলেই মনে একরাশ আশা নিয়ে। গেল বছরটা ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে যেন নতুন করে শুরু করেছেন শাকিব খান। বছরজুড়েই ওই সিনেমাসহ নানা কারণে আলোচনায় ছিলেন তিনি। নতুন বছরটাও একটু ভিন্ন আঙ্গিকে শুরু করছেন এই অভিনেতা।
ওমরাহ হজ পালনে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন শাকিব খান।আজ মঙ্গলবার দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। এর আগে একাধিকবার ওমরাহ পালন করেছেন শাকিব খান। ব্যস্ত শিডিউলের মধ্যেও দীর্ঘদিন পর তিনি আবারও মক্কায় গেলেন।
ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে শাকিব ঢাকায় ফিরবেন বলে জানা যায়।জানা যায়, ওমরাহ থেকে ফিরেই শাকিব তার অভিনীত প্রথম সর্ব ভারতীয় ছবি ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিং করবেন। ইতোমধ্যে ছবির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ।
জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।শাকিবের নতুন বছরে তিনটি ছবি আসার কথা আছে। বর্তমানে তিনি ‘রাজকুমার’র শুটিং করছেন। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা আছে। অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে।
এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক ছবি ‘তুফান’ শুরু হবে মার্চ থেকে। যেটি আগামী ঈদুল আযহায় মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফী।
Copyright © 2025 Barishal janapad ।। বরিশাল জনপদ. All rights reserved.