
অনলাইন ডেস্ক । আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। নির্বাচনে কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার। এর আগে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন প্রতিহতকারীদের হুমকির কারণে এবার নির্বাচন শান্তিপূর্ণ করা ডাবল চ্যালেঞ্জ। ভোটাররা নির্বাচন উৎসবমুখর করতে পুলিশের সঙ্গে থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সব সহায়তা দেয়া হবে।
তিনি আরও বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে নিরাপদে যাওয়ার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করব। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পারব বলে আশা করি।
সম্প্রতি রেলের নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, গত অক্টোবর মাসের ২৮ তারিখের পর থেকে এখন পর্যন্ত নানাভাবে জ্বালা পোড়াও ইত্যাদি নানা ধরনের নাশকতা চালানো হচ্ছে। বেশিরভাগই কিন্তু পুলিশ উদঘাটন করতে সক্ষম হয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। এগুলো যেন ভবিষ্যতে ঘটতে না পারে সেজন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের সঙ্গে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যটাও রয়েছে। রেলে যেন আর নাশকতা না হতে পারে এজন্য আনসারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের কোনো নির্দেশনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন কমিশনের আদেশ-নির্দেশ মানতে বদ্ধপরিকর। ব্যালট পেপার পরে যাবে। দুর্গম এলাকায় নিরাপত্তা দিয়ে ব্যালট নিয়ে যাবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে। যে ধরনের নির্দেশনা আসবে আমরা সেভাবে কাজ করব। কোনো ধরনের হস্তক্ষেপ মানা হবে না।
সকালে ব্যালট পেপার কেন্দ্রে যাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশে কোনো আপত্তি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে তারা সবাই এটি মেনে নিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট জিনিস আগের দিন কেন্দ্রে পাঠানো হবে। কেবলমাত্র ব্যালট পেপারটি সকালবেলা পৌঁছানো হবে। সেজন্য নির্বাচন কমিশন কিছু গ্রাউন্ড ড্রাফট করেছে। কিছু উপনির্বাচন হয়েছে সেখানে তারা এই পরীক্ষাগুলো চালিয়েছে। পাহাড়ি অঞ্চল হাওর অঞ্চল এই সমস্ত প্রতিকূল এলাকার বিষয়ে আলাদা ডিসিশন রয়েছে। সেই ভাবেই সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি এতে কোনো সমস্যা হবে না। সবার সম্মিলিত প্রয়াস থাকলে সামনে যে ভোট যুদ্ধ সেটি সফল হবে।’
সিইসির সঙ্গে বৈঠক প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, যার যা দায়িত্ব পালন করা দরকার সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এটা সমন্বয় সভা। নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি দেখভাল করার কথা বলা হয়েছে।
তথ্যসূত্রঃঢাকা টাইমস