
বরিশাল প্রতিনিধি ॥ ঢাকা থেকে বরিশাল চরমোনাই মাহফিলে এসে নদীতে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন মোঃ এনামুল নামের এক যুবক। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত এনামুল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অর্ন্তভূক্ত ওয়ারী থানা বাসিন্দা। লাশ উদ্ধার করে বরিশাল নৌ পুলিশ। গোসলের সময় এনামুলের সাথে থাকা তিনজন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য বরিশাল নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নৌ-পুলিশ সূত্র জানায়, মৃত ব্যক্তির স্বজনরা এলে লাশ হস্তান্তর করবেন। একইসাথে জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত ব্যক্তিদের ব্যাপারে মৃত ব্যক্তির স্বজনদের কোন আপত্তি না থাকলে তাদেরকেও ছেড়ে দেয়া হবে। স্থানীয়ভাবে তথ্য নিশ্চিত করেছেন, চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটি সদস্য কে এম শরীয়াতুল্লাহ।