
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিউ ডায়াগনষ্টিক সেন্টার এর শূভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। ১০ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ১০ টার সময় নিউ মেডিনোভা ডায়াগনষ্টিক সেন্টার এর উদ্বোধন ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে সহকারী অধ্যাপক ডাঃ সি,এইচ, রবিন, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম মামুন, নাসির সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টজন, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।