
নিউজ ডেস্ক: ৮ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সপ্তাহব্যাপী বরিশাল বিভাগীয় বইমেলা ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলীসহ অন্যান্য অতিথিরা। পরে সংক্ষিপ্ত এক আলোচনার বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ পারভেজ হাসান বিপিএএ, পরিচালক জাতীয় গ্রন্থকেন্দ্র জনাব মিনার মনসুর, জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, পরিচালক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জনাব নেসার উদ্দিন আয়ূব। আজ থেকে ১৪ নভেম্বর ২০২৩ তারিখ প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু উদ্যানে মেলা চলবে। ০৭ দিনব্যাপী উক্ত বইমেলায় সরকারী বিভিন্ন দপ্তরের ১৯ টি প্রতিষ্ঠানসহ বাংলাদেশের স্বনামধন্য ৩৮ টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এছাড়াও ০৯ নভেম্বর ২০২৩ থেকে ১৩ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু একাডেমি থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে কচিকাচাঁর উৎসব, চিত্রাংকন, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত আয়োজনের পাশাপাশি চলচ্চিত্র ও কথা সাহিত্য; সমসাময়িক সাহিত্য, সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও প্রাসঙ্গিকতা; বরিশালের সাহিত্য অথবা সাহিত্যে বরিশাল: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা ০৬.৩০ মিনিট হতে মেলা প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠণের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।