
এস এম শাহ আলম, বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামে বখাটে ইফাদ, রাকিব, মাসুম ও রুবেল চোকদার। আনুমানিক আজ সকাল দশটায় মুলাদী কলেজে পড়ুয়া দুই ছাত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে ব্ল্যাকমেল করে নিজ এলাকা পশ্চিম রতনপুর গ্রামে এক নং ওয়ার্ডে মোটরসাইকেল যোগাযোগের মাধ্যমে নিয়ে এসে, অবশেষে কলেজে পড়ুয়া মেয়ে দুটিকে ইফাত রাকিব মাসুম রুবেল বিভিন্ন কৌশলে সালাম চোকদারের বাগানে নিয়ে যায়৷ অবশেষে মেয়ে দুটিকে ধর্ষণের চেষ্টা চালায়, এলাকার লোকজন মেয়ে দুটি চিৎকার শুনে এলাকার গ্রাম পুলিশ সজলকে সাথে নিয়ে ওদেরকে ঘেরাও করে ফেলে, অতঃপর কাজিরহাট থানা অফিসার ইনচার্জ শাহাবুদ্দিনকে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাটি সংবাদ জানান অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন দ্রুত এ এস আই মামুনসহ সংযোগ ফোর্স নিয়ে ইফাত ও রাকিবকে আটক করেন বাকি দুজন দৌড়িয়ে পালিয়ে যায় ঘটনাটি এলাকায় চাঞ্চল্যকার সৃষ্টি হয় অতঃপর মেয়ে দুটিকে ঘাতকসহ থানায় নিয়ে তাদের বক্তব্য শোনার পরে কাজিয়ার থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন মেয়ের বাবাকে বাদি করে একটি মামলা রুজু করেন৷