
নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রাখার লক্ষ্যে আগামী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
বরিশাল সদর উপজেলা যুবলীগের সভাপতি শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটিতে এইচ. এম নুরুল ইসলাম রিয়াজকে সভাপতি ও মামুন সন্যামতকে সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়াও রিয়াজ উদ্দিন আহম্মেদকে সহ-সভাপতি, মোঃ ফয়েজ দেওয়ানকে যুগ্ম-সাধারন সম্পাদক ও মোঃ কাইয়ুম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।