
মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভায় মডেল থানা পুলিশের অভিযানে ১ মাদক কারবারি, একাধিক মাদক মামলার আসামী ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার হয়েছে । উজিরপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ জাফর আহম্মেদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে উজিরপুর থানার চৌকস এসআই আবু ইউসুফ বুদ্ধিদীপ্ত ২৮ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯ টার সময় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালীন পৌরসভার রাখালতলা অবস্থান কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পৌরসভার ৫ নং ওয়ার্ডের টেম্পু স্ট্যান্ডে মিথিলা ফাস্টফুড দোকানের ভিতরে মাদক ক্রয় – বিক্রয় করিতেছে। সাংবাদ পেয়ে ঘটনার স্থান টেম্পু স্টান্ডে গেলে উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি দোকান থেকে বেরিয়ে পালানো চেষ্টা করে এ সময় সঙ্গীয় ফোর্স ধরে ফেলে গ্রেফতার করে । এরপর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার ও নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে । গ্রেফতারকৃত মাদক কারবারি বলেন পৌরসভার ৫ নং ওয়ার্ডের মো: কামাল শেখের পুত্র মো: সবুজ শেখ (২৮) ধূর্ত মাদক কারবারি বিভিন্ন জায়গায় মাদক বিক্রয় করে থাকে এবং ইতিপূর্বে মাদক কারবারির বিরুদ্ধে উজিরপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহম্মেদ বলেন মাদক নিয়ে কোন আপস নয়, উজিরপুর মাদক মুক্ত করতে হবে.এজন্য অভিযান অব্যাহত থাকবে, উল্লেখ্য ৩ মাদক কারবারিদের বিরুদ্ধে উজিরপুর থানায় এসআই আবু ইউসুফ বাদী হয়ে অভিযোগ দায়ের করলে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে । ২৮ অক্টোবর শনিবার আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক জেলা হাজতে প্রেরণ করেন।