
নিউজ ডেস্ক : সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে বাউফলে ৬২টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম, বীর উত্তম এর পুত্র,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হাসীব আলম তালুকদার।
এ প্রসঙ্গে হাসীব আলম তালুকদার বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি দল। একমাত্র আওয়ামী লীগই দেশের সকল ধর্মের মানুষরা যেন শান্তিতে ও নির্ভয়ে তাদের আচার অনুষ্ঠান পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে বাউফলের সনাতন ধর্মাবলম্বী সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা।”
উল্লেখ্য যে, হাসীব আলম তালুকদারের পক্ষ থেকে কালিশুরী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সজল হালদার, কালিশুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল হাই ও আশিক তালুকদার ৬২ টি পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট নগদ অর্থের শুভেচ্ছা টোকেন হস্তান্তর করেন।