নিউজ ডেস্ক: প্রতি বছরের ধারাবাহিকতায় আজ ৯ অক্টোবর সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল এর আয়োজনে জেলা সমাজসেবা কমপ্লেক্স রুপাতলী বরিশালের সম্মেলন কক্ষে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল এ. কে. এম আখতারুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় বরিশাল আল মামুন তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল মোঃ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল মোঃ জাবির আহাম্মেদ। আজ ১৪১ টি প্রতিষ্ঠানের মাঝে মোট ১৭ লক্ষ ৮২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।